হিরো আলমকে মিষ্টি খাওয়ালেন নির্বাচন কর্মকর্তা

সংগৃহীত ছবি

হিরো আলমকে মিষ্টি খাওয়ালেন নির্বাচন কর্মকর্তা

অনলাইন ডেস্ক

বগুড়ার দুই আসনে উপনির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মিষ্টি খাওয়ালেন জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদ হাসান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা নির্বাচন কার্যালয়ে গেলে হিরো আলমকে মিষ্টি খাওয়ান তিনি।

উল্লেখ্য, বুধবার (১ ফেব্রুয়ারি) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন হয়। নির্বাচনে দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান হিরো আলম।

ফল ঘোষণার পর হিরো আলম দাবি করে বলেন, ভোট চুরি না হলেও ফলাফল ঘোষণার সময় চুরি করা হয়েছে। ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার।

ভোটের ফলাফলের কপি আনতে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে যান হিরো আলম। তখন জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদ হাসান তাকে মিষ্টিমুখ করান।

এ সময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাচনে হেরে যাওয়ার পর হিরো আলম বলেন, এই সরকারের সময়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই পরিস্থিতি থাকলে আমি আর হাইকোর্টেও যাব না এবং আমি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না।

news24bd.tv/হারুন