আমি গহনার অনেক পাগল : অপু বিশ্বাস

সংগৃহীত ছবি

আমি গহনার অনেক পাগল : অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক

স্বর্ণের অলংকার একটা ঐতিহ্য ও স্মৃতি বহন করে বলে মনে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুধু তাই নয়, ‘অপু বিশ্বাস অকপটে বললেন, ‘আমি গহনার অনেক পাগল। ’

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বাজুস ফেয়ার-২০২৩ শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ মেলা।

এই আয়োজনের প্রথমদিনে বৃহস্পতিবার বিকেল ৩ টায় সেখানে ‘সেলিব্রেটিদের গহনা ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে দেশের জনপ্রিয় অভিনেত্রীরা গহনা নিয়ে ভাবনা তুলে ধরেন।

অপু বিশ্বাস এ সময় বলেন, ‘আমার কাছে সেলিব্রেটি থেকে নারীদের গহনা ভাবনা বেশি প্রযোজ্য। সন্তান জন্মের পর স্বর্ণের জিনিস উপহার দেওয়া হয়।

কিংবা সন্তানের পরীক্ষায় পাশের পরও তাকে যেকোন স্বর্ণের অলংকার দেওয়া হয়। তবে স্বর্ণের অলংকার একটা ঐতিহ্য ও স্মৃতি বহন করে। ছেলেদের থেকে মেয়েরাই মূলত গহনা বেশি পছন্দ করেন। আমি গহনার অনেক পাগল। প্রতিটি পুরুষ যখন থেমে যায়, তখন নারীর কাছে এসে বলে সামনে এগিয়ে যাব; তখন তখন নারী বলে, আমার এই গহনাটুকুই তোমার জীবনের পথচলা। ’ এ সময় বাজুস মেলার সার্বিক সফলতা কামনা করছি।

‘সেলিব্রেটিদের গহনা ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।

বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় এ সেমিনারে বাজুসের পাবলিকেশনের মোড়ক উন্মোচনে অংশ নেন উপস্থিত ব্যক্তিবর্গ।

শোবিজ অঙ্গণের জনপ্রিয় তারকাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, অপু বিশ্বাস, পিয়া জান্নাতুল, নিপুণ আক্তার, জাহারা মিতু, জ্যোতিকা জ্যোতি, সাবরিনা সুলতানা কেয়া, সোমনুর কোনাল, ইয়ামিন হক ববি, বর্ষা, বারিষ হক প্রমুখ।

এরপর বাজুসের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। সেমিনারের মূল অংশের উপস্থাপনা করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। তিনি অভিনেত্রী-কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনকে মূল প্রবন্ধ উপস্থাপন করতে আমন্ত্রণ জানান।

এর আগে বৃহস্পতিবার সকালে বাজুস ফেয়ার-২০২৩ এর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহানসহ বাজুস নেতারা।

বাজুস ফেয়ার ২০২৩ আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। এছাড়া বাজুস ফেয়ারে ক্রেতাদের জন্য র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলঙ্কার কিনবেন, সেই প্রতিষ্ঠান থেকেই র‌্যাফেল ড্রয়ের কুপন সংগ্রহ করবেন। এছাড়া জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণে বিশেষ অফার দিচ্ছে। এবার বাজুস ফেয়ারে আটটি প্যাভিলিয়ন, ১২ টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।