মেয়াদোত্তীর্ণ পিৎজা খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ  

বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থীরা

মেয়াদোত্তীর্ণ পিৎজা খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ  

সুমন সিকদার • বরগুনা প্রতিনিধি

বরগুনায় ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে মেয়াদোত্তীর্ণ পিৎজা খেয়ে অন্তত ১৮ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে ১২ জনকে ভর্তি করা আছে।  

অসুস্থরা জানান, বরগুনা শহরের রাসেল স্কয়ার এলাকার ‘লাভ বার্ড’ ফাস্টফুড রেস্টুরেন্টে পিৎজা খায় বেশ কয়েকজন শিক্ষার্থী। এরপর কাল দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয় অন্তত ১২ জন।

বাকি ৬জন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে।  

news24bd.tv
ঘটনার পর তালা ঝুলিয়ে পালিয়ে যায় রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা

অসুস্থদের মধ্যে বেশিরভাগই বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি কলেজের শিক্ষার্থী।  

শিক্ষার্থীরা বলেন, সন্ধ্যায় পিজ্জা খেয়ে যাবার পর পেটে ব্যাথা, বমি, জ্বর, খিচুনি, ডায়রিয়াসহ একাধিক রোগে আক্রান্ত হন তারা।   

এদিকে, ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে রেস্টুরেন্টটি।

অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি মালিক পক্ষের কাউকে।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. সোহরাব হোসেন বলেন, ‘মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে বিষক্রিয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অসুস্থদের পুরোপুরি সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। ’ 


সিকদার▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর