মোহাম্মদ সাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই কাল: ইসি সচিব

সংগৃহীত ছবি

মোহাম্মদ সাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই কাল: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়নপত্র জামা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম। আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) এই মনোনয়পত্র যাচাই-বাছাই হবে বলে জানান তিনি।  

রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের প্রার্থীর মনোনয়নপত্র জামা দেওয়ার পর ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।   

আরও পড়ুন...সাহাবুদ্দিন চুপ্পুকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে চায় আওয়ামী লীগ

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের জন্য দুই জন ভোটার তথা সংসদ সদস্যের স্বাক্ষরের প্রয়োজন হয়।

মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়নপত্রে প্রস্তাবকারী ছিলেন সংসদ সদস্য ওবায়দুল কাদের ও হাছান মাহমুদ।

এ সময় ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম ঘোষণা করে বলেন, ‘বাংলাদেশের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছে। আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সংসদীয় দল গত ৭ ফেব্রুয়ারি বৈঠকে সংসদীয় দলের নেতা বঙ্গবন্ধু শেখ হাসিনার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তিনি এ মনোনয়ন চূড়ান্ত করেছেন। ’

আরও পড়ুন...সাহাবুদ্দিন চুপ্পুর পরিচয় তুলে ধরলেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের সম্ভাব্য রাষ্ট্রপতির পরিচয় তুলে ধরে বলেন, ‘মোহাম্মদ সাহাবুদ্দিন পেশায় একজন আইনজীবী এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য।

তিনি ১৯৪৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইতোপূর্বে জেলা, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ’

মোহাম্মাদ সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি ১৯৭১ সালে পাবনা জেলায় স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। ’

তবে দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। দলের প্রার্থী করায় শুধু কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি।

news24bd.tv/ইস্রাফিল