মাটির নিচে পাওয়া মর্টার শেল বিস্ফোরণ

মাটির নিচে পাওয়া মর্টার শেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময়ের মর্টার শেলের বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাটির নিচ থেকে ওই শেল উদ্ধার করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকার হেলিপ্যাড মাঠে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মর্টার শেলটি বিস্ফোরণ ঘটায় বলে নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম। তিনি জানান, মেজর ফৌজিয়া সুলতানার নেতৃত্বে শেলটির বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে গত ২১ জানুয়ারি বিকেলের দিকে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামর নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের কাছ থেকে এ মর্টার শেলটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময়ের শেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক