'বাজেটে বিদেশি বিনিয়োগকারীদের যুক্তিসংগত সুবিধা দেয়া হবে'

ফাইল ছবি

'বাজেটে বিদেশি বিনিয়োগকারীদের যুক্তিসংগত সুবিধা দেয়া হবে'

হুসেইন শাহাদাত

আমদানি নিয়ন্ত্রণ করলে দেশেই তার উৎপাদন বাড়ে এমন পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়ার পক্ষে নয় জাতীয় রাজস্ব বোর্ড। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক প্রতিষ্ঠান বিডা, বেজা, বেপজারসহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

তিনি বলেন, বাজেটে বিদেশি বিনিয়োগকারীদের ঢালাও ভাবে নয় বরং যুক্তিসংগত সুবিধা দেয়া হবে।

এ সময় রপ্তানি বহুমুখীকরণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানি সুযোগ দিতে বিশেষ বন্ড সুবিধা দেয়ার দাবি জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে।

তবে সব শিল্পকে বন্ডেড সুবিধা দিতে চায় না এনবিআর। এ সময় কর্পোরেট কর ও অগ্রিম করের বোঝা কমানো ও উদ্যোক্তাদের অডিট ভীতি দূর করতে আগামী বাজেটে বিশেষ নজর দেয়ার তাগিদ দেন অংশীজনরা।  

news24bd.tv/রিমু