আর্মি স্টেডিয়ামে 'জয় বাংলা কনসার্ট' শুরু

আর্মি স্টেডিয়ামে 'জয় বাংলা কনসার্ট' শুরু

নিজস্ব প্রতিবেদক

আর্মি স্টেডিয়াম মাতাতে বিকেল থেকে শুরু হয়েছে দেশের সবথেকে বড় সংগীতের আসর 'জয় বাংলা কনসার্ট'। করোনার কারণে মাঝে দুই বছর হয়নি সংগীতের এ আয়োজন।

বুধবার (৮ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং স্বাধীনতা যুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট ২০২৩’ মাতাবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

জানা গেছে এবার মোট নয়টি ব্যান্ড পারফর্ম করবে।

২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতি বছরই এটি অনুষ্ঠিত হয়ে আসছে। করোনার কারণে যেহেতু দুই বছর পর এটি হচ্ছে, সে কারণে দর্শকের আগ্রহও অনেক বেশি।

অন্যদিকে ৮ মার্চ নারী দিবস, তাই কনসার্টে এটিও উদযাপন করা হবে। নারীদের জন্য আলাদা কর্নার থাকবে।

দুপুর ১২টায় কনসার্টের গেট খুলে দেওয়া হবে। এর ঘণ্টাখানেক পর শুরু হবে পারফরম্যান্স। শেষ হবে রাত সাড়ে ১০টায়।

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সাল থেকে প্রতি বছর জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে বাংলাদেশের তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়াং বাংলা। কনসার্টের বড় অংশজুড়ে থাকে মুক্তিযুদ্ধের বার্তা।

news24bd.tv/FA