টস জিতে ব্যাট করার সিদ্ধান্তে আফগানরা

প্রথমে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ

টস জিতে ব্যাট করার সিদ্ধান্তে আফগানরা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজকের ম্যাচটিতে টসে হেরেছে বাংলাদেশ। কয়েন নিক্ষেপে জিতেছে আফগানিস্তানরা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে বাংলাদেশকে প্রথমে নামতে হচ্ছে ফিল্ডিং করার জন্য।

আবুধাবিতে এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই বাংলাদেশ জেনে গেছে, আফগানিস্তানের বিপক্ষে জয়-পরাজয় কোনো কিছুই আর স্থান নির্ধারণে নিয়ামকের ভূমিকা পালন করছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সুপার ফোরের যে সূচি নির্ধারণ করেছে, সেখানে ধরা হয়েছে বাংলাদেশ ‘বি-টু’। অর্থ্যাৎ বি গ্রুপের রানারআপ।

যে কারণে অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে এই ম্যাচটি।

তবুও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আগে থেকেই জানিয়েছেন, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। সুতরাং, আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটিও তাদের জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ: লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক),রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার।

আফগানিস্তান: মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার),ইহসানউল্লাহ, রহমত শাহ, আসগর আফগান (অধিনায়ক), হাশমতুল্লাহ শহীদী, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারী, গুলবদীন নাঈব, রশিদ খান, আফতাব আলম ও মুজিব উর রহমান।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর