‘জামায়াত সভা করলেই আইনশৃঙ্খলার অবনতি ঘটবে—এমনটা মনে করে না সরকার’  

সংগৃহীত ছবি

‘জামায়াত সভা করলেই আইনশৃঙ্খলার অবনতি ঘটবে—এমনটা মনে করে না সরকার’  

অস্ত্র হাতে যারা প্রকাশ্যে মাঠে নামছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মুক্তযুদ্ধ বিষয়কমন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেলন হক।  তিনি বলেন, ‘জামায়াত ইসলামী সভা-সমাবেশ করলেই আইনশৃঙ্খলার অবনতি ঘটবে— এমনটা মনে করছে না সরকার। আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ সরকারের হাতে রয়েছে। ’

মঙ্গলবার (১৩ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

 

মোজাম্মেল হক বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। ছোট খাটো ঘটনা ঘটলেও সেটা নিয়ে উদ্বিগ্ন নয় সরকার। এগুলো নিয়ন্ত্রণে সরকার সক্ষম।  

জঙ্গি দমনের বিষয় মোজাম্মেল হক বলেন, ‘জঙ্গি দমনে সরকার সফল।

জঙ্গি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গি দমনে পুলিশের নতুন দুটি শাখা খোলা হয়েছে, যেখান থেকে তারা এগুলো মনিটরিং করবে। ’

রোহিঙ্গাদের কর্মকাণ্ড নিয়ে সরকার উদ্বিগ্ন

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘তবে সরকার উদ্বিগ্ন রোহিঙ্গাদের কর্মকাণ্ড নিয়ে। তারা সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে। তারা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। তাদের বিচার করার কোনো আইন নেই, তাই তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে।  বিদেশি কিছু প্রতিষ্ঠানের মদদে তারা এসব করে। ’

মাদকসেবী নিয়ন্ত্রণে পরিবারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত

মন্ত্রী বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে চাকরিতে ঢুকতে গেলে ডোপ টেস্ট করার চেষ্টা অব্যাহত রয়েছে সরকারের। তবে মাদকসেবীদের সংখ্যা না কমে বরং দিন দিন বাড়ছে; এটা নিয়ে উদ্বিগ্ন সরকার। এখন প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। ’

বিদেশ থেকে ছড়ানো গুজব এলার্মিং

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গুজব ছড়ানো হয়, যা সরকারের জন্য এলার্মিং। দেশে এ ধরনের প্রতিষ্ঠানের কোনো অফিস না থাকার কারণে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ জন্য বিভিন্ন সময় সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। ’

নিবন্ধনহীন অনলাইন পত্রিকা বন্ধের সিদ্ধান্ত

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘নিবন্ধন ছাড়া যেসব অনলাইন পত্রিকা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবে সরকার। সেগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’ 

মন্ত্রী বলেন, ‘হুন্ডির মাধ্যমে টাকা পাচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো খুঁজে বের করতে বলা হয়েছে। এটা আগের চেয়ে বেড়েছে। রিজার্ভের ওপর এর প্রভাব পড়ছে। ’

তিনি বলেন, ‘এনজিওগুলো তাদের লেনদেনের পরিষ্কার হিসাব দেওয়ার জন্য এনজিও ব্যুরোকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ব্যাপারে মনিটরিং আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ’ 

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আসন্ন ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। ঈদে মানুষের যাতায়াতের সুবিধার জন্য ঈদের ছুটির সঙ্গে ২৭ জুন একদিন ছুটি বাড়িয়ে চার দিন করার প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রপরিষদ বিভাগে। ’

news24bd.tv/আইএএম