দুর্নীতির সম্পৃক্ততা পেলে কাউকে ছাড় নয়: তিতাসের এমডি

সংগৃহীত ছবি

দুর্নীতির সম্পৃক্ততা পেলে কাউকে ছাড় নয়: তিতাসের এমডি

অনলাইন ডেস্ক

তিতাসে  দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হারুণ উর রশীদ। তিনি বলেন, দুর্নীতির সম্পৃক্ততা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। ’

সোমবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর তিতাস ভবনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সংক্রান্ত প্রতিবেদিনে তিনি একথা বলেন।  

তিনি বলেন, গ্যাস সংযোগ বন্ধ করেছে সরকার, তিতাস নয়।

অবৈধ সংযোগ বৈধ করা হলে রাজস্ব বাড়বে- এটা সরকারের ইচ্ছার ওপর নির্ভর করছে বলে জানান এমডি।  

প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল কোর্ট ও নিজস্ব লোকবল দ্বারা বিগত দুই বছরে আবাসিক ও শিল্প এলাকায়  প্রায় ৬ লাখ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।  

হারুণ উর রশীদ বলেন, তিতাসের কোনো কর্মকর্তা অবৈধ সংযোগের সঙ্গে জড়িত আছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংযোগের বিষয়ে কনট্রাক্টর জড়িত থাকতে পারে বলে জানান তিনি।

 

তিনি বলেন, বিভিন্ন অনিয়মে ২২৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তিতাসের ৮ জনকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। ৫০-৬০ জন কনট্রাক্টরকে জরিমানা করা হয়েছে। ২৮ লাখ গ্রাহকের মধ্যে ২৯ হাজার জন সংযোগ বিচ্ছিন্ন করেছেন। যার মধ্যে ৩ লাখ ২০ হাজার মিটার কাজ চলমান, আরও ১ লাখ মিটারের কাজ চলছে বলেও জানান তিনি।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক