ভোট চুরির প্রকল্প হিসেবে পুলিশ ও প্রশাসনে রদবদল: খসরু

ভোট চুরির প্রকল্প হিসেবে পুলিশ ও প্রশাসনে রদবদল: খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাজ্য। গেল এক সপ্তাহে বাংলাদেশের হামলা-মামলা, মৃত্যু ও সরকারি কর্মকর্তাদের রদবদল নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে তারা দৃষ্টি রাখছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ভোট চুরির প্রকল্প হিসেবে সরকার পুলিশ ও স্থানীয় প্রশাসনে রদবদল শুরু করেছে। এ প্রকল্প ভাঙতে হলে দরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।

মানুষ ভোট দিতে পারছে না মন্তব্য করে তিনি আরও বলেছেন, বিদেশিদের বার বার এদেশের নির্বাচন নিয়ে কথা বলার অর্থই হলো দেশে গণতন্ত্র নাই।

‌‌‘সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’, যোগ করেন খসরু।

এর আগে বিকেল ৩টার দিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বসে বিএনপি নেতারা।

বৈঠকে ব্রিটিশ পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএনপি নেতাদের মধ্যে আমীর খসরু ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

news24bd.tvতৌহিদ