আন্তর্জাতিক মহলকে ধোঁকা দিতে ডিজিটাল আইন সংশোধন : রিজভী

আন্তর্জাতিক মহলকে ধোঁকা দিতে ডিজিটাল আইন সংশোধন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সাইবার নিরাপত্তা আইন আরও বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের হাত ধরে ভালো কিছু হবে না বলেও অভিমত তার।

সোমবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় রিজভী আরও বলেন, আন্তর্জাতিক মহলকে ধোঁকা দিতেই ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার ডিজিটাল সিকিউরিটি আইনের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি আইন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। নতুন আইন আসার পর পুরাতন মামলার বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু অপব্যবহার বন্ধের জন্য এই নাম পরিবর্তন করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামের জায়গায় কিছু মানসিক চাপ ছিল, নাম পরিবর্তনের ফলে আর সেটা থাকছে না।

news24bd.tv/FA