‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নেপথ্যের কুশীলবদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে হবে’

কেইউজে’র সেমিনারে মনজুরুল আহসান বুলবুল

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নেপথ্যের কুশীলবদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে হবে’

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নতুন প্রজন্মের জানার অধিকার রয়েছে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা ছিল।

সাংবাদিকদের দায় রয়েছে ইতিহাসের এই কালো অধ্যায়ের উন্মোচন করা।

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত ‘শোধ করো ঋণ অনন্ত ক্রন্দনে’ শীর্ষক সেমিনারে মুখ্য আলোচকের বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রোববার খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

কেইউজে সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সেমিনারে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, খুলনা স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সম্পাদক মামুন রেজা, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি।

শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ডি কে হালদার, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, এসএম জাহিদ হোসেন, সাহেব আলী, মুন্সি মাহাবুব আলম সোহাগ, মল্লিক সুধাংশু, অমিয় কান্তি পাল।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর