গাজীপুরে শ্রমিক বিক্ষোভে আহত পুলিশের সহকারী কমিশনার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে আহত পুলিশের সহকারী কমিশনার

গাজীপুর প্রতিনিধি

গার্মেন্টস কর্মীদের বর্ধিত বেতনের সিদ্ধান্ত উপেক্ষা করে শ্রমিকরা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের নাওজোড় বাইপাস ও দিগন্ত গার্মেন্টস এর সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

উত্তেজিত শ্রমিকরা রাস্তায় আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে বাঁধার সৃষ্টি করে। পরে পুলিশ, র‍্যাব, বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুঁড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সংঘর্ষে এক সহকারী পুলিশ কমিশনারসহ কনস্টেবল আহত হন। আহতদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

news24bd.tv/FA