তানজিন তিশাকে নিয়ে যা বললেন শিল্পী সংঘের সভাপতি নাসিম

ফাইল ছবি

তানজিন তিশাকে নিয়ে যা বললেন শিল্পী সংঘের সভাপতি নাসিম

অনলাইন ডেস্ক

অভিনেত্রী তানজিন তিশা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিশার ঘনিষ্টসূত্রে শোনা গেছে, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপর অনেক গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।  

তবে এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় হটাৎ বুকে ব্যাথা হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে তিশাকে রাখা হয়েছে।

তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন? এমন প্রশ্নে নাসিম বলেন, ‘বিষয়টি নিশ্চিত নয়। আমি মনে করি এই মুহূর্তে এ বিষয়ে কথা না বলাই ভালো।

বরং আমরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। বিষয়টি জানানোর প্রয়োজন হলে তারাই জানাবেন। ’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তানজিন তিশার ঘনিষ্টজনরা জানিয়েছেন, ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

নাটক পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক আছে। তবে বেশকিছু দিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

আরও পড়ুন: তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা!

তবে এ বিষয়ে অবশ্য মুশফিক আর ফারহান কিংবা তানজিন তিশার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

news24bd.tv/TR