চটজলদি আচার বানানোর সহজ রেসিপি জেনে নিন

সংগৃহীত ছবি

চটজলদি আচার বানানোর সহজ রেসিপি জেনে নিন

অনলাইন ডেস্ক

এখন শীতকাল। এই শীতে পরোটার সঙ্গে আচার অনেকেই খেতে চায়। মাত্র ১০ মিনিটেই সুস্বাদু আচার বানিয়ে ফেলতে পারেন। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি।

 

উপকরণ:

মুলো: ২৫০ গ্রাম

গাজর: ২৫০ গ্রাম

আদা: ৫০ গ্রাম

রসুন: ৫০ গ্রাম

হলুদ সর্ষে: ১ চা চামচ

হলুদ সর্ষে: ১ চা চামচ

জিরে: ১ চা চামচ

মৌরি: ১ চা চামচ

ধনে: ১ টেবিল চামচ

মেথি: আধ চা চামচ

সর্ষের তেলে: ১ কাপ

হিং: ১ চা চামচ

কালোজিরে: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

নুন: স্বাদ মতো

ভিনিগার: ৩ টেবিল চামচ

আমচুর গুঁড়ো: ১ টেবিল চামচ

প্রণালী:

গাজর, মুলো, আদা- সব সরু লম্বা লম্বা করে কেটে নিন। রসুনের কোয়া গোটাই ছাড়িয়ে রাখুন। একটি ফ্রাইং প্যানে হলুদ সর্ষে, হলুদ সর্ষে, জিরে, মৌরি, ধনে, মেথি একসঙ্গে ভেজে নিন। মশলা থেকে সুবাস এলে গ্যাসের আঁচ বন্ধ করে মশলাটি ঠান্ডা করে মিক্সিতে বেটে নিন।

এবার প্যানে সর্ষের তেল গরম করে হিং আর কালো জিরে ফোড়ন দিন। তারপর সব সব্জি আর আদা-রসুন দিয়ে ভাল করে ভেজে নিন। এবার নুন আর বেটে রাখা মশলা দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। সব্জি মজে এলে আর মশলার কাঁচা গন্ধ চলে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা করে নিন। এবার সব্জির সঙ্গে ভিনিগার ও আমচুর গুঁড়ো মিশিয়ে নিন। মাত্র ১০ মিনিটেই তৈরি হয়ে যাবে চটজলদি সব্জির আচার।

news24bd.tv/TR

এই রকম আরও টপিক