দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা 

লিটন দাস

দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা 

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে লাল-সবুজেরা।

ঐতিহাসিক এই জয়ের দিনে ৪২ রানের হার না মানা ইনিংস খেলেন লিটন দাস। তবে এর সঙ্গে ইনজুরির দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে ডানহাতি এই ওপেনারের।

এদিন শেখ মেহেদীর সঙ্গে উইকেটে থাকতে রান নেওয়ার সময় আউট থেকে বাঁচতে ড্রাইভ দেন লিটন। এরপর এক রান পূরণ করে আবার দ্বিতীয় রানের জন্যে তাকে ছুটতে হয়। সে সময়ে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ব্যথা পান উইকেটকিপার এই ব্যাটার।

আরও পড়ুন: ট্রেনে অচেতন হয়ে পড়েছিল কলেজছাত্রী অতঃপর...

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময়ে লিটনের পায়ে ব্যান্ডেজ এবং খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে দেখা গেছে।

প্রাথমিকভাবে মনে হয়েছে, হাঁটুতে ব্যথা পেয়েছেন তিনি। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। আর এমনটা হলে টাইগার শিবিরের জন্য দুঃসংবাদই বটে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বিষয়ে এখনও কিছুই জানায়নি। জানা গেছে, লিটনের ব্যথা পাওয়া স্থানে স্ক্যান করাবে বিসিবি। রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে খেলতে নামবে শান্ত বাহিনী।

news24bd.tv/কেআই