রাশিয়ার মুহুর্মুহু বিমান হামলায় বিপর্যস্ত ইউক্রেন

প্রতীকী ছবি

রাশিয়ার মুহুর্মুহু বিমান হামলায় বিপর্যস্ত ইউক্রেন

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়ার একের পর এক বিমান হামলা। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহের শনিবার থেকে এখন পর্যন্ত ৫০ টিরও অধিক গ্রুপ বিমান হামলা চালিয়েছে যেখানে মিসাইল এবং ড্রোন হামলার পাশাপাশি একটি বৃহৎ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে।

সব আক্রমণ সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে ও দাবি করা হয়েছে মস্কোর পক্ষ থেকে।

এদিকে ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ভেলেরি জালুজনি জানিয়েছেন, রাশিয়ার প্রায় ১৫৮ টি আক্রমণ শনাক্ত করেছে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

বৃহস্পতিবার থেকে শুক্রবারের মাঝামাঝি ২৭ টি ড্রোন এবং ৮৭ টি ক্রুজ মিসাইলকে রুখে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী বসন্তের শেষ নাগাদ কিংবা গ্রীষ্মের শুরুতে ইউক্রেন আর যুদ্ধ করার মতো অবস্থায় থাকবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার যুদ্ধক্ষেত্র জাপোরোঝির গভর্নর ইয়েভজেনি বালিতস্কি।

news24bd.tv/SC