সারাদেশে এপিবিএনের ২০০ প্লাটুন ফোর্স মোতায়েন

সংগৃহীত ছবি

সারাদেশে এপিবিএনের ২০০ প্লাটুন ফোর্স মোতায়েন

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ২০০ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মোতায়েন রাখা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে মেট্রোপলিটন এলাকা ও জেলাগুলোতে সহায়তার লক্ষ্যে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স ২৯ ডিসেম্বর হতে ১০ জানুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে এবং দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন: শেখ হাসিনার জনসভাস্থল কানায় কানায় পূর্ণ 

এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের প্রায় সাড়ে সাত লাখ সদস্য। নির্বাচনের আগে-পরে ও ভোটের দিন নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবেন তারা।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক