নিউজিল্যান্ডকে ১১১ রানের রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

ফাইল ছবি

নিউজিল্যান্ডকে ১১১ রানের রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে মিচেল স্যান্টনারের তোপের মুখে পড়েছিল বাংলাদেশ। কিউই অধিনায়ক একাই ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের ইনিংস থামে ১১০ রানে অল আউট হয়ে।

 

শেষ ম্যাচে আজ রোববার (৩১ ডিসেম্বর) টসে হেরে ব্যাটিং-এ নামে বাংলাদেশ। চলমান সফরের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে প্রথমবার ব্যাটিংয়ে নেমে ব্যর্থ টাইগার শিবির। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে তারা মাত্র ১১০ রানে গুটিয়ে গেছে।

এর আগের দুটি ম্যাচ বাংলাদেশ সময় দুপুরে শুরু হলেও, আজ বল মাঠে গড়ায় ভোর ৬ টায়।

বড় সংগ্রহ গড়ার চেয়ে টাইগারদের দ্রুত আউট হওয়ার প্রতিযোগিতাতেই যেন বেশি মনোযোগ ছিল! ৪ ওভারে মাত্র ১৬ রানে স্যান্টনার একাই নিয়েছেন ৪ উইকেট। বিপরীতে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র ১৫ বলে ১৭ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ- ১১০/১০ (১৯.২ ওভার) (রনি ১০, শান্ত ১৭, আফিফ ১৪, হৃদয় ১৬; স্যান্টনার ৪/১৬, মিলনে ২/২৩)

news24bd.tv/DHL