রূপগঞ্জে ভোর থেকে ব্যালট পেপার বিতরণ

ব্যালট পেপার বিতরণ

রূপগঞ্জে ভোর থেকে ব্যালট পেপার বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনে ভোটের প্রস্তুতি চলছে। গতকাল শনিবার থেকে উপজেলার ১২৮টি কেন্দ্রে প্রিজাইডং অফিসার, পোলিং অফিসার ও প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

রোববার (৭ জানুয়ারি) ভোর ৪টা থেকে উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় থেকে চলছে ব্যালট পেপার বিতরণ। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টায়।

চলবে বিকাল ৪টা পর্যন্ত।

৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত নারায়নগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৬ শত ১৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৮ শত ৯৪ জন, নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭ শত ২০ জন ও হিজরা ভোটার ২ জন।

এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৮৫টি। এর মধ্যে রূপগঞ্জ থানা পুলিশ ৬৩টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তবে নির্বাচনি বিভিন্ন সহিংসতার কারণে নৌকাবিরোধী প্রার্থীরা রূপগঞ্জের অধিকাংশ ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ মনে করছেন।

news24bd.tv/আইএএম