কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ 

কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় ট্রাক প্রতীকের সমর্থকদের নৌকা প্রতীকের সমর্থকরা মারপিট ও দোকানপাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে ট্রাক প্রতীকের সমর্থকদের মারপিট ও দোকানপাট বন্ধ করে দেওয়ায় প্রতিবাদে আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও নেতাকর্মীরা।

ভুক্তভোগীরা বলেন, নৌকা প্রতীকের সমর্থকরা আমাদের মারপিট করে ও ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া চেষ্টা করছে। বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে।

এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন ট্রাক প্রতীকের সমর্থকরা।

গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান বলেন, ট্রাক প্রতীকের সমর্থক ও নেতাকর্মীদের এলাকার বিভিন্ন জায়গায় মারপিট করে ও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। প্রশাসনের কাছে দাবি, এসব বিষয়ে সঠিক তদন্ত করে অপরাধীদের সুষ্ঠু বিচারের আওতায় আনার।

news24bd.tv/SHS