হামলার পর সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী--ফাইল ছবি।

হামলার পর সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

গতকাল সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়,ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুলাহিয়ান আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন।  

পাল্টাপাল্টি হামলার পর সম্পর্ক স্বাভাবিক করতেই এ সফর। সূত্র , জিও নিউজ ও আলজাজিরা।  

জিও নিউজ জানায়,  ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফরের মধ্য দিয়েই তেহরান ও ইসলামাবাদ পারস্পরিক উত্তেজনা কমিয়ে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা চালানোর ইঙ্গিত রয়েছে।


গত সপ্তাহে দুই দেশ পরস্পরের ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে। এতে দুই দেশের মধ্যে সম্পর্কে চিড় ধরে ও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার পরপরই দুই দেশ তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে।
গত সপ্তাহে সন্ত্রাসী ঘাঁটি উল্লেখ করে পাকিস্তানের বেলুচিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
এর প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। সেই সঙ্গে তেহরানে নিযুক্ত নিজ দেশের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনে দেশটি। এমনকি ইরানের সঙ্গে সব ধরনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করে পাকিস্তান। এরপর গত ১৮ জানুয়ারি ইরানের ভূখণ্ডে হামলা চালায় পাকিস্তান।  

news24bd.tv/ডিডি