রাবি শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে মারধর, প্রতিবাদে মানববন্ধন

রাবি শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে মারধর, প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে মানববন্ধন করা হয়।

শিক্ষককে মারধরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

এর আগে, গতকাল সন্ধ্যায় পথরোধ করে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ ওঠে।

এ ঘটনায় দুজনকে আসামি করে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। ওইদিন রাতেই তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

মামলার আসামিরা হলেন, নগরীর তালাইমারী এলাকার মো. মিনহাজ আবেদীন (৩৯) এবং মোসাদ্দেক হোসেন রাতুল (২৭)।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক