ইরাক ও সিরিয়ায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

ইরাক এবং সিরিয়াতে ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিনব্যাপী হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরাক ও সিরিয়ায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইরাক এবং সিরিয়াতে ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিনব্যাপী হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মার্কিন সরকারের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

জর্ডানে ড্রোন হামলায় মার্কিন সৈন্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র কি করবে এমন গুঞ্জনের মুখে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিলো দেশটি।

চাপের মুখে থাকা প্রেসিডেন্ট জো বাইডেন হামলা চালানোর সিদ্ধান্ত নেয়ার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন: হুথির বিরুদ্ধে হামলা চালালো যুক্তরাষ্ট্র

এক প্রতিবেদনে সিবিএস জানায়, হামলার দিনক্ষণ নির্ভর করছে আবহাওয়ার ওপর, কারণ বেসামরিক ব্যক্তিদের ক্ষয়ক্ষতি রোধে যুক্তরাষ্ট্র আকাশ পরিষ্কার থাকাবস্থায় হামলা চালাতে চায়।

জর্ডানে মার্কিন সেনাদের ওপর চালানো হামলার সাথে কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর হামলার ধরণের মিল রয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা স্থগিত করার ঘোষণা দেয় গোষ্ঠীটি।

 

জর্ডানে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন চারজন মার্কিন সরকারের কর্মকর্তা।

news24bd.tv/ab