সিরাজদিখানে তিন ইটভাটাকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমান

আইন অমান্য ও বায়ু দূষণের অপরাধে তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে - নিউজ টোয়েন্টিফোর

সিরাজদিখানে তিন ইটভাটাকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন অমান্য করা এবং বায়ু দূষণের অপরাধে তিনটি ইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকদের সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া অভিযান চলে বিকেল পর্যন্ত। এসময় ওই তিনটি ইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকদের এই অর্থদণ্ড দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।  

অভিযানে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী খাজা ব্রিকসকে ৫ লাখ, সাজিদ ব্রিকসকে ৫ লাখ ও স্টার গ্রিন ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থাৎ, সর্বমোট ১৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সেইসঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধনীয় ২০১৯ ইটভাটা পরিচালনার জন্য মালিকদেরকে নির্দেশনা প্রদান করা হয়।

এসময় অভিযানে দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট্রি মো. আব্দুল্লাহ আল মামুন, এই পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মান্নান মিয়া ও মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক