সালাম মুর্শেদীর বাড়ি নিয়ে হাইকোর্টে দুদকের প্রতিবেদন

সংগৃহীত ছবি

সালাম মুর্শেদীর বাড়ি নিয়ে হাইকোর্টে দুদকের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে যাবতীয় নথি হাইকোর্টে দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দুদকের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ক্রমধারা (চেইন অব টাইটেল), বাড়ির মানচিত্রসহ সকল নথি হাইকোর্টে দাখিল করেন। একইসাথে এ বিষয়ে শুনানির জন্য সময় আবেদন করবে দুদক।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন দাখিল করা হয়েছিল গত ৮ ফেব্রুয়ারি। প্রতিবেদনটি আজ এফিডেফিট আকারে জমা দিতে বলেছেন হাইকোর্ট। ওইদিন বাড়ি সংক্রান্ত যাবতীয় নথিও চান আদালত।

news24bd.tv/FA