যুক্তরাষ্ট্রের সুপারবোল প্যারেডে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ২১

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে (ছবি: এবিসি নিউজ)

যুক্তরাষ্ট্রের সুপারবোল প্যারেডে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ২১

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাসের মিজৌরির সুপারবোলে (আমেরিকান ফুটবল) শিরোপা জয় উদযাপন করা হচ্ছিলো। আর সেখানেই বন্দুকধারীদের অতর্কিত হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১১ শিশুসহ ২১ জন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএলে) সুপারবোলে কানসাস সিটি চিফসের শিরোপা জয় উদযাপনের জন্য ওই মিছিলটির আয়োজন করা হয়েছিল।

অতর্কিত ওই হামলার জেরে মিছিলে যোগ দেওয়া ফুটবলপ্রেমীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাটি মূলত কি কারণে চালানো হয়েছে, তা জানতে তদন্ত চলছে। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আনুমানিক ১০ লক্ষ লোক ওই প্যারেডে উপস্থিত ছিলো।

খেলোয়াড়রা স্টেজে ছিলো এবং বিজয় র‍্যালি চলছিলো। ওইসময় এই হামলাটি সংঘটিত হয়।

আরও পড়ুন: ভারতে কৃষক বিক্ষোভের দ্বিতীয় দিনে আহত কমপক্ষে ১৫০

এই ঘটনায় বেঁচে যাওয়া মিসৌরির একজন আইনপ্রণেতা জানান, তিনি ও তার ৫ বছরের মেয়ে এই হামলা থেকে প্রাণে বেঁচে যান। কিন্তু তার দীর্ঘদিনের বন্ধু বন্ধুকধারীদের গুলিতে নিহত হন।  দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে এই বছর এটি যুক্তরাষ্ট্রের ৪৮তম বন্দুক হামলা।