বাড়িতে বাবার লাশ রেখে ছেলে এসএসসি পরীক্ষার হলে

এসএসসি পরীক্ষার্থী সৈকত - নিউজ টোয়েন্টিফোর

বাড়িতে বাবার লাশ রেখে ছেলে এসএসসি পরীক্ষার হলে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে বাবার মরদেহ বাসায় রেখেই চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিলেন মো. রুবা‌য়েত আলম সৈকত নামে এক পরীক্ষার্থী।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সৈকতের বাবা বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়ার বাসিন্দা শফিউল আলম সুরুজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। শফিউল আলম সুরুজ ওই ইউনিয়নের ইউপি সদস্য।

আর সৈকত মাহানপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

তার পরীক্ষার কেন্দ্র পড়েছে একই উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চবিদ্যালয়ে।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা জানান, শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুইবারের ইউপি সদস্য। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান তিনি। তার নামাজের জানাজা বিকেলে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাই মৃত বাবার লাশ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। মৃত্যুবরণ করার পরেও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিচ্ছে।

news24bd.tv/SHS   

এই রকম আরও টপিক