নাজমুলের জায়গায় মিরাজুলের জেল খাটা, তদন্তের নির্দেশ হাইকোর্টের

মাদক মামলায় যুবলীগ নেতা নাজমুল হাসানের পরিবর্তে মিরাজুল ইসলামের সাজা খাটার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নাজমুলের জায়গায় মিরাজুলের জেল খাটা, তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় যুবলীগ নেতা নাজমুল হাসানের পরিবর্তে মিরাজুল ইসলামের সাজা খাটার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি আতাউর রহমানের একক বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তাকে কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সঠিক কি না তা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

২০২০ সালের আগস্ট মাসে উত্তরায় একটি বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে।

তবে পালিয়ে যান মাদক চক্রের মূল হোতা যুবলীগ নেতা নাজমুল হাসান। এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন: পেট্রোবাংলার হর্তাকর্তাদের প্রতি জ্বালানী প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

বিচারে অপরাধ প্রমাণ হওয়ায় পলাতক নাজমুল হাসানকে সাত বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। নাজমুল ঢাকার উত্তরার ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা।

কিন্তু এই পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে যিনি জেল খেটেছেন তার প্রকৃত নাম মিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার দৈনিক কালবেলায় প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ হাইকোর্টের নজরে আনেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

news24bd.tv/ab