অনিরাপদ অভিবাসন ঠেকাতে গ্যাসভিত্তিক কারখানা চান ভোলাবাসী

ভোলা

অনিরাপদ অভিবাসন ঠেকাতে গ্যাসভিত্তিক কারখানা চান ভোলাবাসী

আশরাফুল ইসলাম রানা

দেশে অভ্যন্তরীণ অভিবাসনে শীর্ষে ভোলা জেলা। নদী ভাঙন, কাজের অভাবসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে এলাকা ছাড়তে বাধ্য হন দ্বীপের লাখো মানুষ। যাদের ঠিকানা হয় ঢাকা-চট্টগ্রামসহ বড় শহরগুলোর বস্তিতে। নগর দারিদ্রের শিকার এসব মানুষ জীবন ধারণের মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত।

আর তাই ভোলার অনিরাপদ অভিবাসন বন্ধ করতে সেখানকার গ্যাস কাজে লাগিয়ে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।  

ঢাকার বেঁড়িবাধ সংলগ্ন পাড়া বোটঘাট বস্তি। বাস অযোগ্য পরিবেশে অন্তত ১০০টি পরিবার থাকে সেখানে। যাদের প্রায় সবাই এসেছেন দ্বীপ জেলা ভোলা থেকে।

গত এক দশকে এই জেলা থেকে এত মানুষ ঢাকায় এসেছেন যে, অনেক বস্তির নামই পালটে হয়েছে ভোলাপাড়া বা ভোলাবস্তি।  

২০২০ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানায়, দেশের প্রধান দুই শহর ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি অভিবাসী হন ভোলার মানুষ। কারণ হিসেবে বলা হয়, নদী ভাঙন, কাজের অভাবসহ নানা সংকটে নগরের কঠিন ও অনিশ্চিত জীবন বেছে নিতে বাধ্য হন দ্বীপবাসী।  

ভোলার সমস্যাগুলো দেখতে কুইন আইল্যান্ডখ্যাত দ্বীপে গিয়ে দেখা যায়, মেঘনা নদীর তীরে ১৮০০ শতকে গড়ে ওঠা সাদামাটা শহর ভোলা। শহরের বাংলা স্কুল মোড়ে ভ্যানচালক সিরাজুল ও রবিউল জানান, তারা দুজনই একসময় ঢাকায় থাকতেন। এখন এ জেলায় থাকেন।  

ভোলাবাসীর জীবিকার প্রধান উৎস কৃষি ও মাছ ধরা। উপকূলীয় জনপদ হওয়ায় এখানকার মাটির কৃষির জন্য সর্বোৎকৃষ্ট নয়। এছাড়া জেলে জীবনে জড়িয়ে রয়েছে নানা সংকট।  

বোরহানউদ্দিনের রায়েবা বেগমের বাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার পর আশ্রয় নিয়েছেন সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামে। নিকটাত্মীয়দের সবাই ঢাকাবাসী। ভোলায় একার পেট চালানোই কষ্টসাধ্য রাবেয়ার। ফলে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে যেতে চান ঢাকায়।  

ভোলার গ্রাম ও শহরঘুরে প্রায় একই সমস্যার চিত্র পাওয়া যায়। তবে সংকটের আশার খবর ভোলা এখন দেশের সমৃদ্ধ জ্বালানি অঞ্চল। ফলে ভোলার অনিরাপদ অভিবাসন ঠেকাতে এখানে কর্মসংস্থান গড়ে তোলার দাবি স্থানীয়দের।  

সুশাসনের জন্য নাগরিকের  ছোটন সাহা বলেন, ভোলার গ্যাস সঠিকভাবে ব্যবহার করলে শিক্ষিত মানুষের  কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব হবে। আর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, বিচ্ছিন্ন দ্বীপ ভোলা, এ দ্বীপে অনেক মানুষ বেকার। এখানকার মানুষের দাবি গ্যাসভিত্তিক কারখানা গড়ে তোলা।  

জেলা প্রশাসনের হিসাবে ভোলায় লোকসংখ্যা প্রায় ২ কোটি। এর মধ্যে নদীভাঙন কবলিত মানুষের সংখ্যা প্রায় ৫০ লাখ। এই বিশাল জনগোষ্ঠী হুমকিতে পড়লেই ঢাকায় ছুটে যান। যা নগরের ভারসাম্য নষ্ট করে বলে দীর্ঘদিন ধরে বলে আসছেন নগরবিদরা।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক