মৌলিক আইনের অনুবাদের জন্য কমিটি গঠন

দেশের প্রচলিত মৌলিক আইনগুলোর নির্ভরযোগ্য অনুবাদ প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।

মৌলিক আইনের অনুবাদের জন্য কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রচলিত মৌলিক আইনগুলোর নির্ভরযোগ্য অনুবাদ প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এ কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছেন উচ্চ আদালত।

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ শাখার একজনকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটিতে রাখা হয়েছে আইন কমিশন ও বাংলা একাডেমির একজন প্রতিনিধিকে। এছাড়া এই কমিটিতে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও বাংলা বিভাগের দুজন শিক্ষক।

আরও পড়ুন: মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে পারেন ৭-১০ জন

সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

হাইকোর্ট রুলে আদালতের কার্যক্রম পরিচালনা অর্থবহভাবে বাস্তবায়ন করতে দেশের প্রচলিত মৌলিক আইনের বাংলায় অনুদিত নির্ভরযোগ্য পাঠ প্রণয়ন ও প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন।

news24bd.tv/ab