পুরো ম্যাচ না খেলতে পেরে এমবাপ্পের ক্ষোভ

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে

পুরো ম্যাচ না খেলতে পেরে এমবাপ্পের ক্ষোভ

অনলাইন ডেস্ক

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেয়ার খবরে এখন ফুটবল বিশ্বে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। যদিও এই খবর পাওয়ার পর পিএসজির স্কোয়াডে তাকে খেলানো নিয়েও গুঞ্জন চলছিলো।

লিগ শেষে দেখা গেলো কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলানো হয়নি তাকে। ঘটনাটি মোটেও ভালভাবে নেননি এমবাপ্পে।

ইতোমধ্যে কোচের সঙ্গে তিনি এ ব্যাপারে কথাও বলে ফেলেছেন।

এর আগে পরশু রাতে মোনাকোর বিপক্ষে প্রথমার্ধ শেষেই তুলে নেওয়া হয়েছে তাকে।  অবশ্য এমবাপ্পেকে খেলানোর পুরো ম্যাচ না খেলানোর ব্যাপারে পিএসজি জানিয়েছে, তাদের এমবাপ্পেকে ছাড়া খেলার অভ্যাস করতে হবে।

গ্রীষ্মের দলবদলে এমবাপ্পে চুক্তি নবায়ন না করে থেকে যেতে চাইলে তাঁকে পুরো মৌসুমে বেঞ্চে বসিয়ে রাখার হুমকি দেয় পিএসজি।

পরে অবশ্য এমবাপ্পে থেকে গেলেও বেঞ্চে বসতে হয়নি তাঁকে। বরং মাঠে নেমে পিএসজিকে একাধিকবার বিপদ থেকে উদ্ধার করেছেন বিশ্বকাপজয়ী এ ফুটবলার।

আরও পড়ুন: মেসি-সুয়ারেজ ছন্দে মায়ামির বিশাল জয়

এখন প্রশ্ন উঠছে মৌসুমের শেষ অব্দি এমবাপ্পেকে পিএসজি এভাবেই খেলিয়ে যায় কিনা সে বিষয়ে। এছাড়াও পিএসজি কোচ লুইস এনরিকে আসলেই এমবাপ্পেকে তার পরিকল্পনার বাইরে রেখেছেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে একধরনের চাপ।

news24bd.tv/SC