ফরিদপুরে মহান বিজয় দিবস পালন      

 ফরিদপুরে মহান বিজয় দিবস পালন      

সোহাগ জামান,ফরিদপুর

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে ফরিদপুরে মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। দিনটি উপলক্ষে আজ রোববার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল ৮ টায় শহরের গোয়ালচামটস্থ স্মৃতিস্তম্ভে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলানায়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুবলীগের সভাপতি এ এইচ এম ফোয়াদ, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল হাসান লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালামসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।  

এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ সরকারি-বেসরকারি, স্কুল-কলেজের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে গোয়ালচামটস্থ স্মৃতিস্তম্ভ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের পধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর