মার্কিন সুপ্রিম কোর্টে দায়মুক্তির আবেদন করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন সুপ্রিম কোর্টে দায়মুক্তির আবেদন করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলছে। সেই মামলার শুনানিতে মঙ্গলবার ট্রাম্পের আইনজীবী জানান, ট্রাম্প আদালতের কাছে আবেদন জানাচ্ছেন যাতে এই মামলা তুলে নেওয়া হয়। শীর্ষ আদালত আগামী ২৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করেছেন। খবর, সিএনএন ও  বিবিসি।

 
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের কাছে দায়মুক্তির আবেদন জানালেন। সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা যুক্তি দেখিয়ে বলেছেন, তাকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করলে ভবিষ্যতে কোনও প্রেসিডেন্ট তাঁর কার্যকালে স্বাভাবিক ভাবে কাজ করতে পারবেন না।
ট্রাম্পের আইনজীবী ডি জন সাওয়ার আদালতে বলেন,মেয়াদ শেষ হওয়ার পরেই যদি কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়, তা হলে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদের কোনও মাহাত্ম্য থাকবে না ।
প্রেসিডেন্টকে  বিরোধী দলের হাতে হেনস্থা হওয়ার আতঙ্ক  তাড়া করে বেড়াবে।
 

news24bd.tv/ডিডি