আবারও শিলাবৃষ্টির পূর্বাভাস

প্রতীকী ছবি

আবারও শিলাবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

সিলেট অঞ্চরে আবারও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানিয়েছে সংস্থাটি।  

সে ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চল অর্থাৎ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি অথবা শিলা বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরও অন্তত তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাধারণত মার্চ, এপ্রিল ও মে মাসের যে কোন সময় শিলাবৃষ্টি হতে পারে।

তিনি জানান, মার্চ থেকে মে পর্যন্ত প্রাক মৌসুম বলা হয়।

এ মৌসুমে সিলেট অঞ্চলে যে ধরনের কালবৈশাখী হয় সেসব কালবৈশাখী চারটি জিনিস অন্তর্ভুক্ত থাকে, সেগুলো হল শিলা, বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা হাওয়া বজ্রপাত।  

এই তিন মাসে গুলিতে পশ্চিম আকাশে মেঘের রঙ কালো দেখলেই আমাদের ধরে নিতে হবে এই চারটি জিনিসই হতে পারে। সে ক্ষেত্রে পশ্চিম আকাশে মেঘের রঙ কালো দেখলেই যেনো কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সাবধান হয়ে যান।

news24bd.tv/কেআই