সীমান্তবর্তী শহরের নিয়ন্ত্রণ হারালো মিয়ানমারের সামরিক বাহিনী

থাইল্যান্ড সীমান্তের সন্নিকটে অবস্থিত একটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী।

সীমান্তবর্তী শহরের নিয়ন্ত্রণ হারালো মিয়ানমারের সামরিক বাহিনী

অনলাইন ডেস্ক

থাইল্যান্ড সীমান্তের সন্নিকটে অবস্থিত একটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। গত কয়েক সপ্তাহ ধরে জান্তা সৈন্যদের সাথে স্থানীয় কারেন যোদ্ধা ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর তুমুল লড়াইয়ের পর শহরটির পতন ঘটে। ইতোমধ্যে মায়াওয়াদি শহরকে পাহারা দেয়া জান্তা সৈন্যরা আত্মসমর্পনের জন্য রাজি হয়েছে। খবর বিবিসির।

মিয়ানমারের সাথে থাইল্যান্ডের সড়কপথে বাণিজ্য এই মায়াওয়াদি শহরের ওপর নির্ভরশীল। শুক্রবার (৫ এপ্রিল) কারেন জাতীয় ইউনিয়ন মায়াওয়াদির ১০ কিলোমিটার পশ্চিমে থাঙ্গানিনাং শহরে এক ব্যাটালিয়ন সৈন্যের আত্মসমর্পন গ্রহণ করার ঘোষণা দিয়েছে।

এক ভিডিওতে কারেন যোদ্ধাদের ছিনিয়ে নেয়া অস্ত্র হাতে উল্লাস করতে দেখা গেছে।

মিয়ানমারের জান্তা বাহিনীর জন্য এটি এক বিশাল পরাজয়।

বিগত সপ্তাহগুলোতে জান্তা বাহিনী চীন সীমান্ত লাগোয়া শান প্রদেশে এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাখাইন প্রদেশে গুরুত্বপূর্ণ অবস্থান হারিয়েছে।

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে এন পর্যন্ত হাজার হাজার জান্তা সৈন্য হয় নিহত হয়েছে নয়তো জান্তা বাহিনী ত্যাগ করে বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দিয়েছে। কমতে থাকা সৈন্য সংখ্যা সামাল দেয়ার জন্য তাই জান্তা বাহিনী জনগণের মধ্য থেকে বাধ্যতামূলকভাবে সৈন্য নিয়োগ দিচ্ছে।

news24bd.tv/ab