ফণীর প্রভাব যশোরে বোরো ধানের ক্ষতি

ফণীর প্রভাব যশোরে বোরো ধানের ক্ষতি

যশোর প্রতিনিধি

ঘূণিঝড় ফণীর প্রভাবে যশোরে বোরো ধানের ক্ষতি হয়েছে। দু’দিনের ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ধান পানিতে ভিজে ও হেলে পড়ে ক্ষতি হয়েছে।  এর প্রভাবে ধান কাটার ভরা মৌসুম থাকায় দেখা দিয়েছে শ্রমিক শংকট। ফলে দিশে হারা কৃষক।

কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় এ বছর ১ লাখ ৬৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। যার ৬৫ ভাগ ধান কৃষক ইতিমধ্যে ঘরে তুলে নিয়েছে। ঘুণিঝড় ফণীর প্রভাবে ৫ ভাগ ক্ষতি হতে পারে বলেও জানানো হয়েছে।
 
যশোর আবহাওয়া অফিস জানায়, গত রাত তিনটা থেকে শনিবার ভোর পর্যন্ত যশোরের উপর দিয়ে ৪৫ কিলোমিটার হতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হয়েছে।

শনিবার সকাল ৯টা পর্যন্ত ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যশোরে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর