শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে লিচুর বিচি গলায় আটকে রবিউল ইসলাম নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শিশু রবিউল আন্ধারিয়াগোপ গ্রামের রেজাউলের ছেলে। তার পরিবার জানিয়েছে, রাতে লিচু খাওয়ার সময় রবিউল বিচি না ফেলেই সেটি গিলে ফেলে। এতে বিচি তার গলায় আটকে যায় এবং শ্বাসরোধ হয়ে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ুন আহমেদ নূর শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসক এবং স্থানীয়রা এ ধরনের ছোট ফল বা খাবার শিশুদের খাওয়ানোর সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।...
লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে এনসিপির জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষিণ করে। পরে দক্ষিণ তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন সবাই। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরমানসহ জাহাঙ্গীর আলম, মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করতে হবে। যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, সেই বিপ্লবীদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয়। তাদের দেশের প্রতিইঞ্চি মাটিকে...
হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ
মাদারীপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষমরবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখা। সোমবার (৫ মে) সন্ধ্যায় মাদারীপুর স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সদর থানার সামনে গিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; তুমি কে আমি কে, হাসনাত হাসনাত; হাসনাতের রক্ত, বৃথা যেতে দেবো না; আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন চুপ কেন; হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই; এ ধরনের স্লোগান দেন। মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক নেয়ামতউল্লাহ বলেন, হাসনাতের ওপর যে হামলা হয়েছে, এই হামলা জুলাই অভ্যুত্থানের ওপর হয়েছে। গণঅভ্যুত্থানের অন্যতম সেনানায়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা নিন্দনীয়। এটি মেনে নেওয়া...
রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় নারী নিহত
অনলাইন ডেস্ক

ফেনীর দাগনভূঞায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার ফেনী মাইজদী মহাসড়কের দুলামিয়া কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায় নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। news24bd.tv/আইএএম
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর