ব্যাটে-বলে জ্বলে উঠলেন সাকিব, তবুও হারল দল

ব্যাটে-বলে জ্বলে উঠলেন সাকিব, তবুও হারল দল

অনলাইন ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই যে দলের সেরা পারফরমার সাকিব।

বল হাতে ইনিংসের প্রথম ওভারেই মেইডেনসহ মাত্র ১৪ রান খরচায় ১ উইকেট এবং পরে ব্যাটিংয়ে নেমে ৩ চার ও ১ ছক্কার মারে ২৫ বলে ৩৮ রানের ইনিংস- সিপিএলে নিজের প্রথম ম্যাচটা এভাবেই রাঙিয়ে রাখলেন সাকিব। তবু জয় পায়নি তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস, হেরেছে মাত্র ১ রানের জন্য।

বার্বাডোজের বোলিংয়ের সময় সাকিবের সঙ্গে পাল্লা দিয়ে ভালো করেছেন হ্যারি গার্নি, হেইডেন ওয়ালশ, জেসন হোল্ডাররা।

যে কারণে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি করতে পারেনি সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। জয়ের জন্য মাত্র ১৫০ রান করতে হতো জনসন চার্লস, অ্যালেক্স হেলস, সাকিব আল হাসান, জেসন হোল্ডারদের মতো ব্যাটসম্যান সমৃদ্ধ বার্বাডোজকে।

কিন্তু ব্যাটিংয়ে আট নম্বরে নামা রেয়মন রেইফার ছাড়া আর কেউই সঙ্গ দিতে পারেননি সাকিবকে। যে কারণে ইনিংসের শেষ বলে ১৪৮ রানে অলআউট হয়েছে বার্বাডোজ।

মাত্র ১ রানের পরাজয়ে কঠিন হয়েছে প্লেঅফ খেলার পথ। বাকি থাকা দুই ম্যাচেই এখন জিততে হবে সাকিবের বার্বাডোজকে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

এই রকম আরও টপিক