আবরার হত্যা: প্রতিবাদে উত্তাল সারাদেশ

অনলাইন ডেস্ক

বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে উত্তাল সারাদেশ। দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। রাজশাহীতে শিক্ষার্থীদের সড়ক অবরোরে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ময়মনসিংহ, যশোর ও বরিশালে বিক্ষোভ থেকে হত্যার প্রতিবাদ জানানো হয়।

দুপুরে, ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধিরা জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সারাদেশে। বেলা ১১টার দিকে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাক্বাধাক্কির ঘটনা ঘটে।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা আন্দোলন ৫ দফা দাবি দিয়ে শেষ করে শিক্ষার্থীরা।

আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ময়মনসিংহে। কালো কাপড় বেঁধে নানান পোস্টার নিয়ে শ্লোগান দেন তারা।

বরিশাল ও যশোরেও আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও সাধারণ ছাত্ররা। তারা দায়িদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিও জানান।

এদিকে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় এই মহসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

এছাড়াও খুলনা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা বলছেন, আবরার হত্যায় দায়িদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা না হলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন তারা।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)