বিশ্ব ডাক দিবসে মানুষকে ডাকঘরমুখী করার চেষ্টা

অনলাইন ডেস্ক

আজ ৯ অক্টোবর, ‘বিশ্ব ডাক দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও পালিত হচ্ছে দিবসটি। জাতিসংঘ এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘উদ্ভাবন, একাগ্রতা ও অন্তর্ভুক্তি’।

১৯৬৯ সালে জাপানে টোকিওতে অনুষ্ঠিত ইউনিভার্সাল ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ইউনিভার্সাল ডাক ইউনিয়নের ১৯তম অধিবেশনে বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের নাম পরিবর্তন করে ‘বিশ্ব ডাক দিবস’ রাখা হয়।

এরপর থেকে বিশ্ব ডাক দিবস হিসেবেই দিবসটি পালিত হয়ে আসছে।

বাংলাদেশ ১৯৭৩ সালে ইউনিভার্সাল ডাক ইউনিয়ন সদস্য হয়।

বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল জানান, প্রতি মাসে তিন-চার-পাঁচ কোটি টাকা করে ঘাটতি ছিল।

সে ঘাটতি পূরণ করে শূন্যের কোঠায় নিয়ে এসেছি। জুলাই-ডিসেম্বর অর্থবছরে কয়েক কোটি টাকা রিজার্ভ ফান্ডে জমা করার আশ্বাস দেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)