'সাকিবের জন্য সিরিজটায় আমাদের ভালো করা উচিত'

'সাকিবের জন্য সিরিজটায় আমাদের ভালো করা উচিত'

অনলাইন ডেস্ক

এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। দলের সেরা এই তারকাকে ছাড়াই ভারত সফর করছে বাংলাদেশ দল। এই সিরিজে সাকিবের জন্য নিজেদের সেরাটা দিতে চান মুশফিকুর রহিম।

আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ত্যাগের আগে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

সাকিবকে ছাড়া ভারত সফর দলের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তিনি বলেন, ‘চ্যালেঞ্জতো অবশ্যই। প্রতিটা সিরিজই আমাদের জন্য আলাদা চ্যালেঞ্জ। সেটা আফগানিস্তান হোক অথবা ভারত।

ভারত এখন বিশ্বের সেরা দল। তাদের বিপক্ষে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। ’ 

---------------------------------------------------------------
আরো পড়ুন: এবার বিসিবি'র সঙ্গে সাকিবের চুক্তি বাতিল!
---------------------------------------------------------------

‘সাকিবের বিকল্প অবশ্যই কখনও হবে না। অবশ্যই সাকিবকে মিস করব। তিনি আমাদের সেরা খেলোয়াড় এবং বিশ্ব সেরা অলরাউন্ডার।

তাকে ছাড়া খেলাটা অবশ্যই কঠিন হবে। আমার মনে হয় যারা নতুন আসছে তাদের জন্য ভালো করার এটাই সুযোগ। আল্লাহ না করুন সাকিব যদি এক বছরের জন্য ইনজুরিতে পড়তেন। সেটা আমিসহ যে কেউ হতে পারতেন। সাকিবের জন্য হলেও সিরিজটায় আমাদের ভালো করা উচিত। ’

সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে টাইগাররা। মুশফিকের মতে চ্যালেঞ্জ থাকলেই জয়ের ইচ্ছা থাকে।

‘বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে আপনি যখন তাদেরই ঘরের মাঠে খেলবেন তখন বাড়তি চ্যালেঞ্জতো থাকেই। চ্যালেঞ্জ যখন থাকে তখনই বাড়তি কিছু করার অনুপ্রেরণা পাওয়া যায়। ’

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল