পাচারকারীর শরীরে চার কেজি সোনা

পাচারকারীর শরীরে চার কেজি সোনা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের বেলতলার মোড় এলাকা থেকে ৩ কেজি ৮২০ গ্রাম ওজনের ৪৯টি সোনার বার সহ এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

তার নাম আব্দুল মোমিন (৬০)। তিনি বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের মৃত হাসু চৌধুরীর ছেলে।

সোনার বারগুলো পাচারকারীর শরীরে বিশেষ অবস্থায় লুকানো ছিল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, আগে থেকে আমাদের কাছে গোপন একটি খবর ছিল একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য বেনাপোল বাজার থেকে নিয়ে নিজ গ্রাম সাদিপুর যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বেলতলার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল মোমিন নামে একজন সোনা পাচারকারীকে আটক করে।

পরে মোমিনকে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে কোমরে বাঁধা ৩ কেজি ৮২০ গ্রাম ওজনের ৪৯ টি সোনারবার পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম ৩ কেজি ৮২০ গ্রাম সোনারবার সহ আব্দুল মোমিন নামে একজন সোনা পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)