ধানক্ষেতে ৬ বাঘের বাচ্চা!

ধানক্ষেতে ৬ বাঘের বাচ্চা!

অনলাইন ডেস্ক

ধান কাটতে গিয়ে ২৫ দিন বয়সী মেছোবাঘের ছয়টি বাচ্চার সন্ধান পেল শ্রমিকরা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইসলামপুরের একটি ধানক্ষেত থেকে ওই বাচ্চাগুলো উদ্ধার করে পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ধান কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা মেছোবাঘের ছয়টি বাচ্চা দেখতে পান। পরে এলাকাবাসী বাঘের বাচ্চাদের দেখতে ভিড় করেন এবং শুক্রবার রাতে বনবিভাগকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শনিবার সকালে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের ব্যবস্থাপনায় মেছোবাঘের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

বর্তমানে বাচ্ছাগুলো সোহেল শ্যাম পাপ্পুর অধীনে শ্রীমঙ্গলের সবুজবাগে আছে। তার মাধ্যমে প্রাণীগুলোকে সুস্থ করে তোলার পর বনে অবমুক্ত করা হবে।

সোহেল শ্যাম পাপ্পু জানান, বাঘগুলো গতকাল থেকে কিছু খায়নি।

এদের বয়স প্রায় ২৫ দিন হবে। ড্রপার দিয়ে খাওয়াতে হচ্ছে। মায়ের যত্ন ছাড়া এত ছোট বাচ্চাদের বাঁচিয়ে রাখা খুবই পরিশ্রমের।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, সোহেলের কাছে বাঁচ্চাগুলো দিয়েছি কারণ এই বয়সের বাচ্চাকে মাতৃস্নেহে সেবা দিতে হবে, নয়ত বাঁচানো যাবে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)