টঙ্গীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

টঙ্গীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সেলিম মিয়া ওরফে কাইল্যা সেলিম (৩৫)।

আজ রোববার ভোরে টঙ্গীর এরশাদনগর চাংকিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম এরশাদনগর ৫নং ব্লকের মৃত আবুল কাসেমের ছেলে।

এলাকাবাসীর দাবি, সেলিমের বিরুদ্ধে এরশাদনগরসহ টঙ্গীর বিভিন্ন বাসাবাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে চুরির অভিযোগ রয়েছে।

জানা যায়, রোববার গভীর রাত সাড়ে ৩টার দিকে সেলিম চাংকিরটেক এলাকায় গ্রিল কেটে চুরি করতে গেলে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করে গণপিটুনি দেন। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী নাজমা আক্তার বলেন, আমার স্বামী চোর নয়।

এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমান আলী, জীবন দাস ও সোহেল বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। নির্মমভাবে পিটুনির একপর্যায়ে তিনি পানি খেতে চাইলে তাকে পানিও দেয়া হয়নি। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল