‌‘কাতারের সঙ্গে চার আরব দেশের সম্পর্ক কিছুই উন্নতি’

‌‘কাতারের সঙ্গে চার আরব দেশের সম্পর্ক কিছুই উন্নতি’

অনলাইন ডেস্ক

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে আলোচনা হয়েছে তাতে খুব সামান্যই অগ্রগতি আছে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি।

তিনি আজ শনিবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।

গত আড়াই বছর ধরে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে। এর ফলে কাতারের সঙ্গে আরব এ চারটি দেশের সম্পর্কের চরম অবনতি হয়েছে।

  

সম্পর্কের এমন অবস্থায় গত মঙ্গলবার সৌদি আরবের আমন্ত্রণে কাতারের একটি প্রতিনিধিদল রিয়াদে অনুষ্ঠিত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (পিজিসিসি) বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেয়।

সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে সৌদি আরব এবং কাতারের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে জল্পনা চলছিল।

কিন্তু সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণ আগেই নাকচ করেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

তিনি ওই সম্মেলনে নিজে উপস্থিত না হয়ে প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের আলে সানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাঠান।

আজ কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, খুব সামান্যই অগ্রগতি হয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে কাতার বলেছিল, দু'দেশের মধ্যকার উত্তেজনা কমানোর ক্ষেত্রে অচল অবস্থা থেকে উন্নতির দিকে যাচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর