‘রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম’ নেত্রীও জানেন: কাদের

‘রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম’ নেত্রীও জানেন: কাদের

অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রথম দফার রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদের বলেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার বিষয়টা আমাদের নজরে এসেছে। বিষয়টি আমাদের নেত্রীও জানেন।

তালিকা সংশোধন করতে মুক্তিযুদ্ধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছেন।

‘এ ব্যাপারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে অলরেডি দুঃখ প্রকাশ করা হয়েছে। তারা ভুল সংশোধনের আশ্বাস দিয়েছেন। ’ 

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে অনিয়ম হলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক।

 

তিনিবলেন, ‘সম্মেলন ঘিরে কোনও অনিয়ম সহ্য করা হবে না। বিজয়ের মাসে ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা রাষ্ট্রের শেকড়ের সাথে সম্পৃক্ত। সেজন্য এই সম্মেলনে সামান্যতম অনিয়ম সহ্য করা হবে না। ’

তিনি বলেন, ‘পদ-পদবির ইচ্ছা সবার থাকতে পারে। তবে সেটি যেন সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্র হনন না হয়। সাধারণ সম্পাদকসহ যেকোনও পদে যাবার ইচ্ছা সবারই থাকতে পারে, তবে নেত্রীর সিদ্ধান্তই শেষ কথা। ’ 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ একটি পরিবার। আমাদের অবিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কাজে-কর্মে এবং ব্যবহারের মাধ্যমে প্রমাণ করতে হবে আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)