রাজাকারের তালিকা তৈরিতে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত থাকার আহ্বান

রাজাকারের তালিকা তৈরিতে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত থাকার আহ্বান

অনলাইন ডেস্ক

যত দ্রুত সম্ভব হয় বঙ্গবন্ধুর দুই ফাঁসির আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। রাজাকারের তালিকা তৈরি করতে প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদকে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুর খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে চিহ্নিত করা হয়েছে। তাদের দেশে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে।

যত দ্রুত সম্ভব হয়, এই দুই ফাঁসির আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এদেশে এক সময় বিচার ছিল না। যারা বঙ্গবন্ধুর খুনি, রাজাকার তাদের কোনোদিন বিচার হবে- এটা কেউ কল্পনা করেনি। তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।

যারা স্বঘোষিত খুনি তাদেরকে বিচারের সম্মুখীন করেছেন। কোনও লোকই আইনের ঊর্ধ্বে নয়, শেখ হাসিনা সেটা প্রতিষ্ঠা করেছেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড নির্বাচন প্রস্তুতি কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর