ইভিএম নিয়ে বিএনপির আপত্তি

ইভিএম নিয়ে বিএনপির আপত্তি

অনলাইন ডেস্ক

ঢাকার দুই সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আপত্তি তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘ঢাকার সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হলে জনগণের রায় প্রতিফলিত হবে না। ’

আরও বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন, সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। তারপরও আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, তাই নির্বাচনে অংশ নিচ্ছি।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে মির্জা ফখরুল বলেন, বিএনপি মহাসচিব বলেন, আজ ছাত্রদল নেতারা শপথ নিয়েছে, বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে তারা সংগ্রাম করে বাংলাদেশের ছাত্র এবং জনতার ঐক্য গড়ে তুলবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।

বিএনপির মহাসচিব বলেন, ‘নতুন বছরে আমাদের প্রত্যাশা সব সময় থাকে যে সুন্দর একটি বছর দেখতে পাব।

আমরা মনে করি, নতুন বছরটাকে জনগণের করতে হবে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর